.

.

গোমনাতীতে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

titu efetkhar | শনিবার, অক্টোবর ১৯, ২০১৩ | 0 মন্তব্য(গুলি)



স্বপ্নদল এর ব্যানারে গত ১৮ অক্টোবর গোমনাতী হাইস্কুল মাঠে ঈদ পূনর্মিলনী ২০১৩ অনুষ্ঠিত  হয়েছেঅনুষ্ঠানে ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান,নাটক ইত্যাদিএছাড়াও ছিল রাজধানীর লোক ব্যান্ড এর পরিবেশনায় ব্যান্ড শোপ্রচুর দর্শক বিশেষ করে তরুনদের ব্যাপক উপস্থিতিতে এবং উচ্ছাসে উৎসবমূখর ছিল গোমনাতী হাইস্কুল প্রাঙ্গন

Category:

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)