.

.

আপন ক্রিকেট টুর্নামেন্ট চাাম্পিয়ান গোমনাতী বহুমুখী উচ্চ বিদ্যালয়।

titu efetkhar | মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৩ | 0 মন্তব্য(গুলি)




হাজী তছির উদ্দিন দাখিল মাদ্রাসাকে পরাজিত করে আপন ক্রিকেট টুর্নামেন্ট ২০১৩ এর চাম্পিয়ান হয়েছে গোমনাতী বহুমুখী উচ্চ বিদ্যালয়আজ গোমনাতী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টটির সমাপনী খেলার উদ্বোধন করেন,বিশিষ্ট শিক্ষাবিদ,ডঃ রফিকুল ইসলাম চৌধুুরীবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মিসেস রফিকুল ইসলাম চৌধুরী আরও উপস্থিত ছিলেন,সর্বজনাব,প্রভাষক আবু সাদেক চৌধুরী লুলু,গোমনাতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, প্রমুখসভাপতিত্ব করেন গোমনাতী ইউনিয়নের চেয়ারম্যান জনাব,ইউনুস আলীসেই সাথে বিনামূল্যে রক্তের গ্র  নির্নয় কার্যক্রমটিও অনুষ্ঠিত হয়

Category: ,

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)