.

.

হাপ্পা হাপ্পা নাপা শাক,দোলা বাড়ির পুটি মাছ..................

titu efetkhar | রবিবার, নভেম্বর ১৭, ২০১৩ | 0 মন্তব্য(গুলি)




শিরোনামের ভাওয়াইয়া গানটির পুটি মাছটি দেশের অন্যান্য এলাকায় পরিচিত হলেও নাপা শাকটি সম্ভবত উত্তর বঙ্গের লোকদেরই বেশী পরিচিতপরিচিত বললে ভুল হবে জনপ্রিয়,৪৭,৫৭০ বর্গকিলোমিটারের এই দেশটির একেক অঞ্চলের মানুষের ভাষা ও আচরনে যেমন পার্থক্য আছে তেমনি রুচি ও খাবার দাবারের মধ্যেও আছে পার্থক্যএসবের মধ্যে কিছু আছে একদমই স্বতন্ত্রউত্তরবঙ্গ তথা নিলফামারী জেলার কিছু স্বতন্ত্র খাবার হলো,সিদোল,প্যালকা এবং জনপ্রিয় নাপা শাখের খাটানাপা শাখের সঙ্গে হলুদ মরিচ বাদে যে কোন টক দিয়ে রান্না হয় নাপা শাখের খাটা
শীতের আগমনের শুরুতে উত্তর বঙ্গের বাজারে উঠতে শুরু করেছে নাপা শাকসেই সঙ্গে চলছে নাপা শাক কেনার ধুমতেমনি একজন আমবাড়ির আকবর আলীভাতিজা ঢাকায় থাকায় থাকেন তাই ৫ কেজি নাপাশাক কিনেছেন ঢাকায় নিয়ে যাবেনযারা এলাকার বাইরে আছেন শীঘ্রই চলে আসুন নিজ গাঁয়েশীত চলে গেলে মিছ করবেন জনপ্রিয় নাপা শাখের খাটা

Category:

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)