.

.

শীকড়ের টানে সংগঠনটির আত্বপ্রকাশ। সেবাই যাদের উদ্দেশ্য।

titu efetkhar | সোমবার, অক্টোবর ২১, ২০১৩ | 0 মন্তব্য(গুলি)


এসো রাখি হাতে হাত, ভেঙ্গে ফেলি সকল বাঁধএই স্লোগানকে সামনে রেখে আত্বপ্রকাশ ঘটেছে শীকড়ের টানে নামক স্বেচ্ছাসেবী সংগঠনটিরবিভাগীয় শহর রংপুরে অবস্থানরত গোমনাতী ও বামুনীয়ার শিক্ষার্থীদের উদ্যেগে প্রতিষ্ঠিত সংগঠনটির লক্ষ্য ও উদ্দ্যেশ্য গুলো হলোঃ এলাকার রোগীদের রক্তদান,এলাকার শিক্ষার্থিদের শিক্ষা সংক্রান্ত সহায়তা,সামাজিক উন্নয়নমূলক কাজ,সমাজ সচেতনতা ইত্যাদিউদ্দোক্তা সূত্রে জানা গেছে, সংগঠনটি অরাজনৈতিক এবং রাজনৈতিক স্বার্থ সংস্লিষ্ঠ নয়,সম্পূর্ন স্বেচ্ছাসেবী সংগঠন

Category:

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)