.

.

জোড়া তালির উপর দাড়িয়ে আছে পাঙ্গা ব্রীজ।প্রয়োজন নতুন করে তৈরীর।

titu efetkhar | সোমবার, অক্টোবর ২৮, ২০১৩ | 0 মন্তব্য(গুলি)




গোমনাতী ইউনিয়নের অন্যতম নদী পাঙ্গা নদীর উপর ব্রীজটি তৈরী হয়েছিল ১৯৬৫ সালেস্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনীর গতি পথ রুদ্ধ করতে মুক্তিযোদ্ধারা মাইন বিস্ফোরন করলে ব্রীজটির মাঝের অংশটি দেবে যায়স্বাধীনতা উত্তর কালে এ অংশটুকু মেরামত করা হয়পরবর্তী কালে ২০১১ সালে প্রবল বর্ষনে ব্রীজটির পশ্চিম অংশটি ভেঙ্গে পড়েএলাকার প্রধান সড়কের উপর বীজটি হওয়ায় সে সময় এই অংশটুকুতে একটি ঝুলন্ত ব্রীজ সংযোজন করা হয়ফলে ব্রীজটি অদ্ভুত রূপ ধারন করেএকটি অংশ ঝুলন্ত অপর অংশ কংক্রীটআবার দুটি অংশকে সংযুক্ত করতে মাঝখানে দেওয়া হয়েছে মাটিএলাকাবাসী এটিকে সাময়িক সংস্কার মনে করলেও দু বছর পর দেখা যাচ্ছে এটিই ব্রীজটির চুড়ান্ত রূপ
    পাঙ্গা ব্রীজটি এই এলাকার গোমনাতী চিলাহাটী সড়কে অবস্থিতপ্রতিদিন ভারী ট্রাক সহ প্রচুর যানবাহন চলাচল করে এই ব্রীজটির উপর দিয়েবিশেষ করে পশ্চিম পাড়ে অন্যতম হাট আমবাড়ি হওয়ায় সপ্তাহের মঙ্গল ও শুক্রবার  প্রচুর লোক ও যানবাহনের আসা যাওয়া হয় এই ব্রীজটির উপর দিয়েঝুলন্ত অংশটি বেশী উচু হওয়ায় কম গতি বেগ থাকলে মটর সাইকেল কিংবা যে কোন গাড়ি পেছনে সড়ে আসেএভাবে প্রায়ই ছোট খাটো দূর্ঘটনা ঘটে থাকেতাই জনস্বার্থের কথা বিবেচনা করে মেরামত নয় ব্রীজটি নতুন করে তৈরী প্রয়োজন

Category:

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)