.

.

ভৌগলিক পরিচিতি

ভৌগলিক পরিচিতিঃ বাংলাদেশের সর্ব উত্তর প্রান্তের রংপুর বিভাগের নীলফামারী জেলার ডোমার উপজেলার একটি ইউনিয়ন গোমনাতী।আয়তন- ৭০৫৪ একর।এর উত্তরে কেতকীবাড়ী ও ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিনে বামুনিয়া পূর্বে ডিমলা উপজেলার বালাপাড়া পশ্চিমে জোড়াবাড়ী ইউনিয়ন অবস্থিত।ইউনিয়নটি জেলা সদর থেকে ৩৮ কিঃমিঃ এবং উপজেলা সদর থেকে ১৬কিঃ উত্তরে অবস্থিত।
নদনদীঃ গোমনাতীর উপর দিয়ে পাঙ্গা ও খেড়ুয়া নদী প্রবাহিত।তবে কালের বিবর্তনে খেড়ুয়া নদী বিলুপ্ত।
হাট বাজারঃ গোমনাতী ইউনিয়নে বাজার ৪টি যথাক্রমে-আমবাড়ী,গোমনাতী,চৌরঙ্গী ও শুকনাপুকুর বাজার এবং ১টি হাট আমবাড়ী।
অর্থনীতিঃ এ এলাকার প্রধান অর্থনীতি কৃষি।এছাড়াও হাঁস মুরগী খামার,গবাদী পশুর খামার,মৎস্য চাষ,ব্যবসা বানিজ্য এ এলাকার অর্থনীতিকে সচল রেখেছে।   
কৃষিঃ-ধান,পাট,গম,আলু,তামাক,আদা,পিঁয়াজ,টমেটো,সুপারী,হলুদ,মরিচ,বেগুন,শাক-সবজি ইত্যাদি।
শিক্ষা *প্রাথমিক বিদ্যালয়-১৭ টি
          *মাধ্যমিক বিদ্যালয়-৪টি
          *দাখিল মাদ্রাসা-     ২টি
          *কলেজ-             ২টি
ব্যাক্তিত্বঃ হাজী মোঃ তছির উদ্দিন দরবেশ।
এক সময় গোমনাতী কাঁসা শিল্পের জন্য বিখ্যাত ছিল।আধুনিকতার ভিড়ে এ শিল্পের কারিগররা নিজ পেশা ছেড়ে এখন অন্য পেশায় নিয়োজিত।