.

.

কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই চলছে আপনের কম্বল বিতরন।নিঃস্ব শীতার্থ বৃদ্ধদের বিতরন করছে কম্বল।

titu efetkhar | বুধবার, নভেম্বর ১৩, ২০১৩ | 0 মন্তব্য(গুলি)






উত্তর জনপদে শীত ধরা দেয় একটু আগেইশীতের তীব্রতাও দেশের অন্যান্য এলাকার চেয়ে বেশীতাই এ জনপদে শীতে উষ্ণতা আনার জন্য বাড়তি পোষাক ও লেপ কম্বলের প্রয়োজন হয় অন্যান্য জনপদের চেয়ে বেশীবিশেষ করে শিশু ও বৃদ্ধদের শীতের ভোগান্তি ভুগতে হয় বেশীশীতের তীব্রতায় প্রতি বছর বৃদ্ধ মৃত্যুর খবর বিভিন্ন পত্র পত্রিকায় আসেএই দিকটি বিবেচনা করে গোমনাতীর স্বেচ্ছাসেবী সংগঠন আমরা পরার্থে নিবেদিত”“আপনএলাকার যেসব বৃদ্ধের প্রয়োজনীয় সংখ্যক লেপ,কম্বল নেই অর্থাৎ কেনার সামর্থটুকু নেই এমন বৃদ্ধের তালিকা বেশ কয় মাস আগে থেকে শুরু করে
     শীতের আগমনের শুরুতেই সে তালিকা অনুযায়ী আপনবিতরন করছে কম্বলবিতরন কার্যক্রমের জন্য আপন আয়োজন করেনি কোন অনুষ্ঠানের কিংবা করেনি কোন প্রচার প্রচারনাশুধু মাত্র আপন এর সদস্যরাই তালিকা অনুযায়ী নিঃস্ব বৃদ্ধদের হাতে তুলে দিচ্ছে কম্বল
কোন প্রকার আনুষ্ঠানিকতা কিংবা প্রচার প্রচারনা ছাড়াই আপনের এই কম্বল বিতরন প্রকৃত সমাজ সেবারই বহিঃপ্রকাশআমরা সাধুবাদ জানাই আপনকে

Category:

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)