.

.

অযত্ন অবহেলায় গোমনাতীর শহীদ স্মৃতি সম্ভটি।

titu efetkhar | রবিবার, অক্টোবর ২৭, ২০১৩ | 0 মন্তব্য(গুলি)




অজস্র বুকের তাজা রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতাঅজস্র মায়ের সন্তানের প্রানের বিনিময়ে অর্জিত বাংলাদেশমহান স্বাধীনতা যুদ্ধে গোমনাতীর শহীদদের স্মৃতিকে স্মরনীয় করে রাখার জন্য গোমনাতী সরকারী প্রাথমীক বিদ্যালয় চত্বরে নির্মিত হয়েছিল শহীদস্মৃতি স্তম্ভযা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশকিন্তু দুঃখজনক হলেও সত্য স্মৃতিসম্ভটি দাড়িযে আছে অযত্ন ও অবহেলায়শ্বেত পাথরে লিখা শহীদদের নামগুলো বিবর্ণ ও ধুলো ময়লায় আচ্ছাদিতসাদা ওয়ালটি শ্যাওলায় পরিপূর্ন,মূলবেদী থেকে মিনারটি ঝড়ের কবলে ভেঙ্গে গেলে বর্তমানে এর কোনো খোঁজ নেইতরুন প্রজন্ম মনে করে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্তম্ভটি অবহেলায় নয় মাথা উঁচু করে দাড়িয়ে থাকুক

Category:

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)