.

.

আপন ক্রিকেট টুর্নামেন্ট ও বিনামূল্যে রক্তের গ্র“প নির্ধারন উদ্বোধন ।

titu efetkhar | সোমবার, অক্টোবর ১৪, ২০১৩ | 0 মন্তব্য(গুলি)

স্বেচ্ছাসেবী সংগঠন আমরা পরার্থে নিবেদিতআপনএর আয়োজনে আমবাড়ি লাল স্কুল মাঠে আপন ক্রিকেট টুর্নামেন্ট-২০১৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজউদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক জনাব আফজাল হোসেন চৌধুরী হিরো এবং গোমনাতী ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইউনুস আলী
উদ্বোধনী দিনে আমবাড়ি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ও হাজী তছির উদ্দিন দাখিল মাদ্রাসার মধ্যে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত খেলাটির ভাগ্য টচে হাজী তছির উদ্দিন দাখিল মাদ্রাসার ভাগ্যে যায়অপর খেলায় গোমনাতী মহাবিদ্যালয় কে ৪ উইকেটে পরাজিত করে গোমনাতী বহুমুখী উচ্চ বিদ্যালয়সেই সাথে উক্ত মাঠে আপন এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রপ নির্ধারন অনুষ্ঠিত হয়েছেএর আগে গত ১২ই অক্টোবর লটারীর মাধ্যমে খেলার ফিকচার নির্ধারন করা হয়১৫ অক্টোবর বিজয়ী দল দুটির মধ্যে ফাইনাল খেলা এবং বিনামূল্যে রক্তের গ্রপ নির্ধারন অনুষ্ঠিত হবে গোমনাতী হাইস্কুল মাঠে

Category: ,

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)