.

.

গোমনাতীতে লোককেন্দ্র কনভেনশন ২০১৪’ অনুষ্ঠিত ।

titu efetkhar | বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০১৪ | 0 মন্তব্য(গুলি)

মানবাধিকার প্রতিষ্ঠা দারিদ্র বিমোচনের লক্ষ্য কে সামনে রেখে নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতীতে লোককেন্দ্র ফোরাম এর আয়োজনে লোককেন্দ্র কনভেনশন ২০১৪অনুষ্ঠিত হয়
২৯ অক্টোবর ২০১৪ উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় গোমনাতী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা চেয়ারম্যান (বীর মুকতিযোদ্ধা) তবিবুল ইসলাম, নারী যোগাযোগ কেন্দ্র নীলফামারী এর আহ্বায়ক এ্যাডভোকেট লায়লা আনজুমান আরা ইতি,
ভোডাবুড়ী ইউনয়নের চেয়ারম্যান আবু তাহের, কেতকীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক, বামুনিয়া ইউনয়নের চেয়ারম্যান বাবু মনোরঞ্জন রায়, উক্ত অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন ইউএসএস এর নীলফামারী নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী সভায় সভাপতিত্ব করেন গোমনাতী ভূমি অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি মিজানুর রহমান
কনভেনশনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমুল পর্যায়ে মানবাধিকার প্রতিষ্ঠা দারিদ্র বিমোচনে সংগঠিত রিফ্লেক্ট র্চ্চাকারী লোকন্দ্রের প্রায় তিন হাজার নারী-পুরুষ সদস্য উপস্থিত ছিলেন কনভেনশনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোগডাবুড়ী আলো নারী উন্নয়ন লোককেন্দ্রর সম্পাদক সেনেকা রানী রায়

কনভেনশনে লোককেন্দ্রের সদস্যরা শিশু বিবাহ নারী ক্ষমতায়নে বাধা, জেন্ডার সংবেদনশীল সরকারী সেবা, খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টন নিশ্চিত করার লক্ষ্যে খাস জমি বন্টনের জন্য আইন প্রনয়ণ, অর্পিত বনের নামে বন বিভাগের অবৈধ ভূমি দখল শীর্ষক-আলোচনাপত্র উপস্থাপন করেন

Category:

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)