.

.

চিলাহাটী সীমান্তের ভারতীয় অংশে বাংলাদেশীর লাশ।

titu efetkhar | শনিবার, অক্টোবর ২৫, ২০১৪ | 0 মন্তব্য(গুলি)

নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি ডাঙ্গাপাড়া পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সর্দ্দারপাড়া সীমান্তের ভারতীয় অংশে এরশাদ আলী (৩০) নামে এক বাংলাদেশীর লাশ পাওয়া গেছে বিজিবি এলাকাবাসি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার থেকে এরশাদ আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা আজ শুক্রবার দুপুরে বড়শশী ইউনিয়নের সর্দ্দারপাড়া সীমান্তের মেইন পিলার
৭৮০ এলাকার বিপরীতে ভারতীয় অংশে (ভারতের
জলপাইগুড়ি জেলার বনগ্রাম এলাকা) লাশ দেখতে
পেয়ে সীমান্তের লোকজন বড়শশী বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি বিএসএফকে বিষয়টি অবহিত করে
এরপর ভারতের মানিকগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তার ক্ষতবিক্ষত লাশ উৃদ্ধার করে তার বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামে সে ওই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র বিএসএফ বা ভারতীয় নাগরিক তাকে পিটিয়ে ছুরিকাঘাত করে হত্যা করতে পারে বলে দাবী করেছেন পরিবারের লোকজন
বিএসএফ বিকেলে (সাড়ে ৫টায়) সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ বিজিবি কাছে হস্তান্তর করেছেবিকেলে বিএসএফের মানিকগঞ্জ কোম্পানী কমান্ডার এস এস পান্ডে মানিকগঞ্জ কোতোয়ালী থানার এস আই বাপ্পা সাহা ময়নাতদন্ত শেষে এরশাদের লাশ বিজিবি বড়শশী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মালেক বোদা থানার এস আই সালাহউদ্দিনের কাছে হস্তান্তর করেন 

এলাকাবাসী বলেন এরশাদ একজন চিহ্নিত চোরাকারবারি তাঁর দলের সদস্যরা তাঁকে ভারতে নিয়ে গিয়ে হত্যা করেছে বলে তাদের অনুমান

Category:

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)