.

.

“ভাই ঘুমাইছেন নাকি? ও...ভাই,উঠেন।”

titu efetkhar | রবিবার, মার্চ ২৩, ২০১৪ | 0 মন্তব্য(গুলি)

এভাবেই প্রার্থীদের ডাকে ঘুম ভেঙ্গে যাচেছ ভোটারদেরএক প্রার্থীর সাথে কথা শেষ করে সাধারন ভোটাররা যখন দু চোখ বন্ধ করার চেষ্টা করেন ঠিক সেই মুহুর্তে আরেক প্রার্থীর ডাকরাতের বেলায় প্রার্থীদের এ ভোট প্রার্থনায় এলাকার ঘুম এখন নির্ঘুমআসছে ৩১ মার্চ ডোমার উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের ২০ জন প্রার্থী ও তাদের কর্মীরা দিনের বেলায় ছুটছেন হাটবাজার ও জনসমাগম এলাকায় আর রাতের বেলায় বেছে নেন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনায়অনেকে মনে করেন,রাতের বেলায় চারপাশ নিরব থাকে,সে সময় ভোট চাওয়া সহজ হয়ভোটারদের কাছেও মন খুলে দু এক কথা বলা যায়তাছাড়া ভোটারদের মনেও থাকে প্রার্থীদের কথাএতে দু হাতের উপর জীবিকা নির্বাহ করা ব্যাক্তিদের সমস্যা দলেও উৎসবের মেজাজেই বিষয়টিকে নিচ্ছেন সাধারন ভোটাররা

Category:

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)