.

.

হারিয়ে যাচেছ শিমুল গাছ।

titu efetkhar | মঙ্গলবার, মার্চ ১৮, ২০১৪ | 0 মন্তব্য(গুলি)



গ্রাম বাংলায় অযত্ন অবহেলায় বেড়ে উঠা সারি সারি শিমুল গাছ এখন আর চোখে পড়েনাকালের বিবর্তনে সারা দেশের মত গোমনাতী থেকে হারিয়ে যাচ্ছে শিমুল গাছ সেই সাথে হারিয়ে যাচ্ছে মনোমুগ্ধকর শিমুল ফুলফলে একদিকে সৌন্দর্য পিপাসুরা বঞ্চিত হচেছন অপরূপ এক সৌন্দর্য থেকে অপরদিকে মানসম্মত স্বাস্থ্য সম্মত তুলা থেকে বঞ্চিত হচেছন সাধারন মানুষ দেখা দিয়েছে শিমুল তুলার তীব্র সংকট শিমুল গাছ রোপন চাষাবাদে সরকারী বেসরকারী কোন উদ্যোগ না থাকায় বিলুপ্তির কারন হিসেবে দেখছেন অভিজ্ঞ মহলশিমুল গাছের এমন সংকটে গোমনাতী  শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় সারিবদ্ধ ভাবে দাড়িয়ে আছে কয়েকটি শিমুল গাছছবিটি সেখান থেকে তোলা

Category:

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)