গোমনাতীর খেলাধুলা।জি,পি,এল ও জি,এফ,পি,এল সহ আয়োজন হচ্ছে বেশ কিছু সফল আসরের।
গোমনাতী ওয়েবঃএকটি এলাকায় সুস্থ বিনোদন ও খেলাধুলার আয়োজন যত বেশী থাকবে তরুন ও যুবসমাজ বিপথে যাওয়ার সুযোগ তত কম পাবে।এই বিষয়টিতে গোমনাতী ইউনিয়ন অনেক এগিয়ে।গোমনাতীর খেলাধুলা মূলত এর হাইস্কুল মাঠকে কেন্দ্র করে আবর্তীত।এ মাঠে ফুটবল ও ক্রিকেটের অনেক সফল আসর বসেছিল।তার মধ্যে অন্যতম “হিরো গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট” অন্যতম।২০১০ সালের পর এ টুর্নামেন্টটির আয়োজন না হলেও; প্রতি বছর জি,এফ,পি,এল,গোমনাতী ফুটবল প্রিমিয়ার লিগ) নামে একটি ফুটবল টুর্নামেন্ট হয়ে আসছে।
এছাড়াও ২০০৮ সাল থেকে জি,পি,এল, (গোমনাতী প্রিমিয়ার লিগ) নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকে।পাড়া ভিত্তিক প্রায় প্রতিটি পাড়ায় অনেক টুর্নামেন্ট এর আয়োজন হয়ে থাকে,যেগুলোর নাম উল্লেখ করা হলোনা।এছাড়াও প্রায়শই প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ আয়োজন হয়ে থাকে।
Category: খেলাধুলা








0 মন্তব্য(গুলি)