.

.

গোমনাতীর খেলাধুলা।জি,পি,এল ও জি,এফ,পি,এল সহ আয়োজন হচ্ছে বেশ কিছু সফল আসরের।

titu efetkhar | মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৩ | 0 মন্তব্য(গুলি)



গোমনাতী ওয়েবঃএকটি এলাকায় সুস্থ বিনোদন ও খেলাধুলার আয়োজন যত বেশী থাকবে তরুন ও যুবসমাজ বিপথে যাওয়ার সুযোগ তত কম পাবেএই বিষয়টিতে গোমনাতী ইউনিয়ন অনেক এগিয়েগোমনাতীর খেলাধুলা মূলত এর হাইস্কুল মাঠকে কেন্দ্র করে আবর্তীতএ মাঠে ফুটবল ও ক্রিকেটের অনেক সফল আসর বসেছিলতার মধ্যে অন্যতম হিরো গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টঅন্যতম২০১০ সালের পর এ টুর্নামেন্টটির আয়োজন না হলেও; প্রতি বছর জি,এফ,পি,এল,গোমনাতী ফুটবল প্রিমিয়ার লিগ) নামে একটি ফুটবল টুর্নামেন্ট হয়ে আসছে
এছাড়াও ২০০৮ সাল থেকে জি,পি,এল, (গোমনাতী প্রিমিয়ার লিগ) নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকেপাড়া ভিত্তিক প্রায় প্রতিটি পাড়ায় অনেক টুর্নামেন্ট এর আয়োজন হয়ে থাকে,যেগুলোর নাম উল্লেখ করা হলোনাএছাড়াও প্রায়শই প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ আয়োজন হয়ে থাকে
ক্রিকেট ফুটবল বাদেও এ্যথলেটিক্স এর আয়োজনও চোখে পড়ার মতোপ্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকার অনেক সংগঠন প্রতি বছর এ্যথলেটিক্স এর আয়োজন করে থাকেএসব আয়োজনে উদ্যোক্তাদের মুন্সিয়ানা এবং দর্শকদের সমাগম চোখে পড়ার মতো

Category:

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)