.

.

চিলাহাটিতে মহিলা ছিনতাইকারীকে আটক।

titu efetkhar | রবিবার, নভেম্বর ০৯, ২০১৪ | 0 মন্তব্য(গুলি)

নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে গতকাল শনিবার দুপুরে এক মহিলা ছিনতাইকারীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ
ঘটনার বিবরণে জানা যায়, জেলার চিলাহাটির ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের নং ওয়ার্ডের সবুজ পাড়া গ্রামের সোমারু মিয়ার স্ত্রী কুখ্যাত ছিনতাইকারী
ফাতেমা বেগম (৩৫) দীর্ঘ দিন থেকে এলাকায় ছিনতাইসহ বিভিন্ন ধরনের অসমাজিক কার্যকলাপ করে আসছে তার এহেন কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ট হয়ে পরেছে এবং তার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে ডোমার থানায় একটি মামলা হয়েছে
মামলার বিবরনে জানাযায়, চিলাহাটি বাজারের শ্যালো ম্যাকানিক আনারুল ইসলাম গত ১৪ অক্টোবর ২০১৪ ইং তারিখে প্রতিদিনের ন্যায় তার দোকানের কাজ শেষে রাত অনুমানিক ১১.৩০ মিনিটে বাড়ী ফেরার পথে জনৈক রিমন প্রিন্সিপালের বাড়ীর পাশে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী তেমা বেগম তার দলবলসহ আনারুলের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাধারী মারপিঠ করে তার পকেটে থাকা ৮০.০০০ টাকা ছিনিয়ে নেয়
এই ছিনতাইয়ের ঘটনায় আনারুল ইসলাম বাদী হয়ে নভেম্বর ২০১৪ ইং ডোমার থানায় ফাতেমা বেগমসহ জনকে আসামী করে একটি ছিনতাই মামলা দায়ের করেন, মলা নং ০৩ 

এই মামলার প্রেক্ষীতে ডোমার থানা পুলিশ আজ শনিবার দুপুরে চিলাহাটির সাকারিয়াপাড়ার মজেন্দ্রনাথ এর বাড়ী থেকে ছিনতাইকারী ফতেমা বেগমকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন তার গ্রেফতারের খবরে এলাকায় অনেকে মিষ্টি বিতরন করেছেন

Category:

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)