.

.

মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ রাখার দাবি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ।

titu efetkhar | বুধবার, অক্টোবর ০১, ২০১৪ | 0 মন্তব্য(গুলি)

চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন বাংলাদেশের পক্ষে প্ল্যান  ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেন শিশুবিবাহ নিরোধ আইন ২০১৪  পাসকরার জন্য বাংলাদেশ সরকারকে অভিনন জানিয়েছে তবে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সসীমা ১৮ বছর বহাল রাখার জন্য জোর দাবি জানিয়েছে সংস্থা দটি।বুধবার  প্ল্যান   ইন্টারন্যাশনাল বাংলাদেশ  নীলফামারী অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে 
তারা  আহবান জানায়
বিজ্ঞপ্তিতে বলা হয়শিশুবিবাহ নিরোধ আইনের খসড়ায় শিশুবিবাহের অপরাধের জন্য সাজা সর্বোচ্চ দুই বছর জেল  ৫০ হাজার টাকা জরিমানার প্রস্তাবঅভিনন্দন যোগ্য আমরা বিশ¡ করি আইনি কঠোরতা এবং এর সঠিক বাস্তবায়ন বাংলাদেশে শিশুবিবাহের উচ্চহারকে কমাতে সাহায্য করবে
 প্রস্তাবিত 
আইন শিশুবিবাহের বিরুদ্ধে আন্দোলনকে আরো বেগবান করবে তবে আমরা অন্তত্য জোরালভাবে সরকারের কাছে আহ¡ জানাচ্ছিযেন মেয়েদের ক্ষেত্রেবিয়ের ন্যূনতম বয়স ১৮ রাখা হয় এতে করে শিশু 
অধিকার সনদের প্রতি বাংলাদেশ সরকারের দায়বদ্ধতা নিশ্চিত হবে
এতে উল্লেখ করা হয়পৃথিবীর মধ্যে বাংলাদেশে শিশুবিবাহের হার উদ্বেগজনকভাবে বেশি প্ল্যান এবং 
আইসিসিডিডিআরবি পরিচালিত সমীক্ষা ২০১৩ দেখাগেছে৬৪ শতাংশ মেয়েরই ১৮ বছর বয়সের আগে বিয়ে হয়ে যায় বাস্তবতা  এই যেবাংলাদেশে প্রতি তিনজন কন্যাশিশুর মধ্যে দুজনেরই ১৮ বছরের মধ্যেবিয়ে হয় শিশুবিবাহ মা  শিশু স্বাস্থের প্রতি এক ভয়াবহ মকি শুধু তাই নয়শিশুবিবাহ একটি 
শিশুর শারীরিক  বুদ্ধিবৃত্তিক উন্নয়নকে বাধাগ্রস্থ করেযাভবিষ্যতের অর্থনৈতিকভাবে ¡নির্ভর 
বাংলাদেশ হয়ে ওঠার পথে অন্তরায়

পাশাপাশি মেয়েদের শিক্ষাপারিবারিক আয়শিশু অধিকার এবং সর্বপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে 
শিশুবিবাহ নেতিবাচক প্রভাব রাখেযা ভিশন ‘২০২১অর্জনের ক্ষেত্রেও একটি বড় প্রতিবন্ধকতা হতে 
পারেচাইল্ডরাইটস  অ্যডভোকেসি কোয়ালিশন বিশ্বা করেশিশুবিবাহ বন্ধে  আইন যথেষ্ট কার্যকরীভূমিকা রাখবে

Category:

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)