.

.

আব্দুল লতিফ চৌধুরী ফাউন্ডেসন কতৃক কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা ও আর্থিক অনুদান প্রদান।

titu efetkhar | মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৩ | 0 মন্তব্য(গুলি)




গোমনাতীর বিশিষ্ট শিক্ষানুরাগী গোমনাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ চৌধুরী এর যোগ্য উত্তরসূরী দ্বারা পরিচালিত আব্দুল লতিফ চৌধুরী  ফাইন্ডেসন কতৃক এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে ২০১৩ ইং সালের এস,এস,সি, ও দাখিল পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষাথীদের আর্থিক অনুদান ও সনদপত্র প্রদান করা হয়এ উপলক্ষ্যে আজ গোমনাতী মহাবিদ্যালয় হল রুমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ,ডঃ রফিকুল ইসলাম চৌধুরীবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মিসেস রফিকুল ইসলাম চৌধুরী আরও উপস্থিত ছিলেন,সর্বজনাব,প্রভাষক আবু সাদেক চৌধুরী লুলু( মরহুম আব্দুল লতিফ চৌধুরীর পুত্র),গোমনাতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, প্রমুখসভাপতিত্ব করেন গোমনাতী ইউনিয়নের চেয়ারম্যান জনাব,ইউনুস আলী
  উল্লেখ্য মরহুম আব্দুল লতিফ চৌধুরী হাজী তছির উদ্দিন দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেনএছাড়াও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অবদান রেখেছেনতাঁর সন্তান কানাডা প্রবাসী আব্দুস সালাম চৌধুরী মুঠোফোনে জানান, ভবিস্যতে এই ফাউন্ডেসন কে আরও গতিশীল করার পরিকল্পনা তাদের রয়েছে

Category:

গোমনাতী ওয়েব সম্পর্কে:
নীলফামারী জেলার সকল সংবাদ এবং সকল তথ্য সবার আগে পেতে চোখ রাখুন গোমনাতী ওয়েবে।

0 মন্তব্য(গুলি)