গোমনাতী-চিলাহাটী সড়কের বেহাল দশা। আশু সংস্কারের প্রয়োজন।
![]() |
| গোমনাতী-চিলাহাটী সড়ক |
গোমনাতী ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক গোমনাতী থেকে চিলাহাটী পর্যন্ত ১০ কিঃমিঃ সড়কটি।শুকনাপুকুর বাজার,বটতলা,পয়সাফেলার মোড়,ডাঙ্গাপাড়া সহ এলাকার একটি বড় জনগোষ্টির যাতায়াতের প্রধান সড়ক এটি।জমি রেজিষ্ট্রি,ব্যাংকের কাজ,ইউনিয়ন পরিষদের কাজ ,চিকিৎসা সংক্রান্ত কাজ সহ অসংখ্য কাজে এসব এলাকার লোককে এ রাস্তার উপর দিয়ে চিলাহাটী,গোমনাতী কিংবা ডোমার যেতে হয়।অথচ সড়কটির এমন বেহাল দশা যে বাস মালিকরা বাস চালানো পর্যন্ত বন্ধ করে দিয়েছে।এখন এ এলাকার লোকের যাতায়াতের মাধ্যম নসিমন,ভটভটী ইত্যাদি।বাধ্য হয়ে এসব যানবাহনে চড়লেও যাত্রীরা দূর্ঘটনার আতংকে থাকেন সবসময়।বিশেষ করে রোগী নিয়ে এ রাস্তার উপর দিয়ে গেলে রোগীর অবস্থার আরও অবনতি ঘটে। অগ্নি নিরাপক গাড়ি কিংবা এম্বুলেন্সের দ্রুতবেগে যাওয়ার মত অবস্থা এ রাস্তায় নেই।রাস্তাটির এই অবস্থা বেশ কয় বছর ধরে ।কিন্তু কতৃপক্ষের নজরে আসছেনা সম্ভবত।শুধু মাত্র এ মাসে কিছু কিছু গর্ত খোয়া দিয়ে পূরন করা হয়েছে।তাও সবগুলো নয়।খুব শীঘ্রই রাস্তাটির সংস্কারের প্রয়োজন।এ বিষয়ে কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
Category: ফিচার








0 মন্তব্য(গুলি)